দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর দুই মাস পর যুক্তরাষ্ট্রে তেলের দাম কমলো। দেশটিতে বৃহস্পতিবার প্রতি গ্যালন তেলের দাম ছিল ৩ দশমিক ৯৯ ডলার। অথচ গত মে মাসে এর দাম ছিল ৫ দশমিক ০২ ডলার। নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি কারণে যুক্তরাষ্ট্রে তেলের দাম কমেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, আমেরিকানদের গাড়ি চালানো কমিয়ে দেওয়া। গত গ্রীষ্মের তুলনায় দেশটিতে জ্বালানির ব্যবহার প্রায় ১০ শতাংশ কমে গেছে।
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের এই মূল্য হ্রাস প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এবং কংগ্রেসে ডেমোক্রেটদের জন্য সহায়ক হতে পারে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে তেলের দাম কমাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে হোয়াইট হাউজ।
আন্তর্জাতিক বাজারে গত মাসে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১৩৯ ডলারে এ পৌঁছেছিল। বৃহস্পতিবার এটি কমে ৯৮ ডলারে নেমেছে।