যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ দিনদিন বেড়েই চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার (৮ আগস্ট) দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। সংক্রমণ ব্যাধি বিশেষজ্ঞদের আশা, এই বছরের শেষ নাগাদ টিকা আবিষ্কার হবে এবং নির্মূল হবে মহামারি করোনাভাইরাস।
বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার ওপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে ৬৬ বাসিন্দাদের একজন করে করোনায় সংক্রমিত বলে জানিয়েছে রয়টার্স। সব মিলিয়ে ৫০ লাখ ১৪ হাজার ৩৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।
একই দিনে মৃত্যু ১৬ লাখ ছাড়িয়ে গেছে দেশটিতে। সেখানে করোনায় মোট প্রাণহানি ১৬ লাখ ২ হাজার ১০৫ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা থেকে সুস্থ মানুষের সংখ্যা ১ কোটি ৬৪ লাখ ৩ হাজার ১১৮ জন।
আক্রান্তের হিসাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া রাজ্য। ৫ লাখ ৫৫ হাজারের বেশি করোনা রোগী পাওয়া গেছে সেখানে। এছাড়া ফ্লোরিডা ও টেক্সাসেও আক্রান্তের সংখ্যা ৫ লাখ পেরিয়ে গেছে।
বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৯৫ লাখ ১১ হাজার ৫৯৬ জন এবং মারা গেছেন ৭ লাখ ২৫ হাজারের বেশি মানুষ।