মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে এক হাজারের বেশি রোগী মারা গেছেন যুক্তরাষ্ট্রে। শুক্রবারও (২৪ জুলাই) এ নিয়ে টানা চতুর্থ দিন হাজারের বেশি রোগী মারা গেছেন। তবে মারাত্মক ক্ষতিগ্রস্ত দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের রাজ্যগুলো। সেই রাজ্যগুলো বাজে সময় কাটিয়ে উঠছে বলে ইঙ্গিত পাচ্ছেন হোয়াইট হাউজের মহামারি বিষয়ক এক উপদেষ্টা।
দেশটিতে গতকাল ১ হাজার ১৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আগের তিন দিনে যা ছিল ১১৪০, ১১৩৫ ও ১১৪১ জন। করোনায় মোট মৃত্যু বেড়ে হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৯০ জন।
প্রায় ৭০ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে একই সময়ে। মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ২৮ হাজারের বেশি করোনা রোগী।
আরিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় সংক্রমণ ঊর্ধ্বগামী হলেও হোয়াইট হাউজের করোনাভাইরাস টাস্কফোর্সের ডা. দেবোরাহ ব্রিক্স বলেছেন, ‘গত চার সপ্তাহ ধরে টেক্সাস, ক্যালিফোর্নিয়া, আরিজোনা ও ফ্লোরিডা ব্যাপক হারে ভুগছে, তবে আমরা এরই মধ্যে এই চার রাজ্যে কিছুটা আশার আলো দেখতে শুরু করেছি।’