সম্পর্ক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির ৫০ টি অঙ্গরাজ্য ও নিয়ন্ত্রণাধীন অঞ্চলে ৭ লাখ ১২ হাজার ৩৯৯ জন করোনায় আক্রান্ত। যা বিশ্বের মোট আক্রান্তের তিন ভাগের এক ভাগ। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৩৭ হাজার ২৬৮ জন।
নিউ ইয়র্ক রাজ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে ২ লাখ ৩৩ হাজার ৯৫১ জন আক্রান্ত । মৃতের সংখ্যাও সেখানে সবচেয়ে বেশি, ১৭ হাজার ১৩১ জন।
নিউ জার্সিতে আক্রান্তের সংখ্যা নিউ ইয়র্কের পরেই । সেখানে ৭৮ হাজার ৪৬৭ জন আক্রান্ত। মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৮৪০ জন।
ম্যাসাচুসেটসে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৪০২ জন। মিশিগানে আক্রান্ত হয়েছে ৩০ হাজার ২৩ জন। পেনসালভানিয়ায় আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৯২১ জন। ক্যালিফোর্নিয়ায় ২৯ হাজার ৪২৫ জন। ইলিনয়িসে আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৫৭৫ জন। এ ছাড়া ফ্লোরিডায় ২৫,২৬৯ ও লুসিয়ানায় ২৩,১১৮ জন আক্রান্ত হয়েছে প্রাণঘাতী এই করোনাভাইরাসে।
বিশ্বক্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা প্রায় ১ লাখ ৫৬ হাজার ১১৯ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ৮২ হাজার ৫৯৯ জন।