যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার দ্য গার্ডিয়ান এমন তথ্য জানিয়েছে।
আক্রান্ত শিশুদের মধ্যে এক জন ক্যালিফোর্নিয়া রাজ্যের। তবে সে যুক্তরাষ্ট্রের নাগরিক নয়।
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, সংক্রমিত রোগে আক্রান্ত দুজনের মধ্যে সম্পর্ক নেই এবং সম্ভবত পারিবারিক সংক্রমণের ফলাফল ছিল এটি।
সংস্থাটি জানিয়েছে, শিশুরা সুস্থ রয়েছে এবং তাদের চিকিৎসা করা হচ্ছে।
মাঙ্কিপক্সের উপসর্গগুলো ফ্লু এর মতো এবং ত্বকের ক্ষত সৃষ্টি করে। রোগটি সমকামী পুরুষদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রোগটি মূলত ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। চলতি বছর ৬০টি দেশের ১৪ হাজার মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।