মার্কিন গবেষকরা সোমবার প্রথম জেনিফার হলার নামের ওই অংশগ্রহণকারীর শরীরে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাস ভ্যাকসিন প্রয়োগ করেন। লস এ্যাঞ্জেলস টাইমস
এপি জানায়, সিয়াটলে কায়জার পার্মানেন্টি ওয়াশিংটন রিসার্চ ইনস্টিটিউটে জেনিফার হলারের শরীরে ইনজেকশনের মাধ্যমে করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিন প্রয়োগ করা হয়। নিউইয়র্ক পোস্ট।
যুক্তরাষ্ট্রের এনআইএইচ ইন্ট্রামুরাল রিসার্চ প্রোগ্রাম ও ক্যামব্রিজ ইউনিভার্সিটির একটি গবেষক দল প্রথমে ৪৫ জন তরুণ ও সুস্থ স্বেচ্ছাসেবকদের মধ্যে এ ভাইরাসের পরীক্ষামূলক ডোজ দিয়ে টেস্ট করবেন। ফক্স।
এ পরীক্ষার মধ্যে দিয়ে দেখা হবে, ভ্যাকসিনটি উদ্বেগজনক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা।
একমাসে পরীক্ষামূলকভাবে দুইটি ডোজে ভ্যাকসিন প্রয়োগ করা হবে ৪৫ জনের শরীরে।
জেনিফার হলার বলেছেন, আমরা সবাই কতটা অসহায়। এই পরীক্ষায় অংশ নিতে পেরে ভালো লাগছে।