মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছে।
ফ্লোরিডায় একটি কনসার্ট হলের বাইরে এই গোলাগুলির ঘটনা ঘটে। রবিবার (৩০ মে) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সাদা এক জিপ থেকে নেমেই তিন ব্যক্তি রাইফেল ও বন্দুক নিয়ে বেরিয়ে ভিড় লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন।
স্থানীয় গণমাধ্যম জানায়, হাইলাহ নামের মিয়ামি-ডেট এলাকার ‘এল মুলা ব্যানকুয়েট হলে’র কাছে বেশকিছু মানুষ গানের নতুন এ্যালবাম রিলিজ উপলক্ষে জড়ো হয়েছিল। সেখানেই এ হামলা হয়।
মিয়ামি-ডেটের পুলিশ পরিচালক রামিরেজ এক টুইটে বলেন, ঠাণ্ডা মাথার ওই ঘাতকরা ভিড় লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছে। আমরা এর বিচার চাই।
যুক্তরাষ্ট্রে প্রতিবছর শত শত মানুষ বন্দুক হামলার শিকার হন। রয়টার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১৩২ দিনে যুক্তরাষ্ট্রে অন্তত ২শ’টি গোলাগুলির ঘটনা ঘটেছে।