বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহর রায় ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
বৃহস্পতিবার ম্যানহাটনর জজ আকায়েদকে ২০১৭ সালের ১১ ডিসেম্বর নিউ ইয়র্কে আত্মঘাতী বোমা হামলার চেষ্টায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আরো ৩০ বছরের সাজা দেন।
যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে যাবজ্জীবন সাজাকে ২৫ বছর হিসাব করা হয়। তার ফলে আকায়েদ যত দিন বাঁচবেন তত দিন তাকে জেলেই থাকতে হবে। রয়টার্সের খবর।
আকায়েদ হামলার ঘটনাকে আত্মহত্যার কথা দাবি করেন। তবে বিচারক এই হামলাকে বর্বরোচিত এবং ভয়ানক অপরাধ হিসেবে উল্লেখ করেন।
২০১৭ সালে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে যাওয়ার ভূগর্ভস্থ পথে নিজের শরীরে বাঁধা ‘পাইপ বোমায়’ বিস্ফোরণ ঘটান আকায়েদ। বোমাটি ঠিকমতো না ফাটায় তিন পুলিশ সদস্য আহত হন।
তাকে গ্রেফতারের পর নিউ ইয়র্ক পুলিশ জানায়, ইসলামিক স্টেটের (আইএস) মাধ্যমে অনুপ্রাণিত হয়ে তিনি হামলা চালানোর চেষ্টা করেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
উল্লেখ্য, আকায়েদের বাড়ি চট্টগ্রামে। তিনি ঢাকায় বড় হয়েছেন। ৩১ বছর বয়সি আকায়েদ ৮ বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে মা, বোন ও দুই ভাইয়ের সঙ্গে থাকতেন। তবে তার স্ত্রী সন্তানসহ দেশেই থাকতেন।