যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের নেতারা দেশটিতে রাজনৈতিক সহিংসতার হুমকি সম্পর্কে তাদের সতর্কতার মাত্রা বাড়িয়ে দিয়েছেন। শুক্রবার ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীকে এক হামলাকারী হাতুড়ি দিয়ে আঘাত করার পরে এই সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে।
দেশটিতে এমন সময় রাজনৈতিক সহিসংতার মাত্রা সম্পর্কে উদ্বেগ দেখা দিয়েছে যখন মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসছে। এই নির্বাচনের ফলাফলেই ইঙ্গিত মিলবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কারা ক্ষমতায় আসতে যাচ্ছে।
মিশিগানের ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ডেবি ডিঙ্গেল স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কেউ মরতে যাচ্ছে।’ তিনি জানিয়েছেন ফক্স নিউজের টাকার কার্লসন তাকে নিয়ে একটি অনুষ্ঠান সম্প্রচার করেছিলেন। ‘ওই রাতে আমার বাড়ির বাইরে অস্ত্র নিয়ে হামলাকারীরা অবস্থান নিয়েছিল’- বলেন ডিঙ্গেল।
ইলিনয়ের ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যান মাইক কুইগলি বলেছেন. ‘কংগ্রেসের সদস্যরা জানে যখন ঝুঁকি বাড়ছে তখন আমরা পুরোপুরি অরক্ষিত হয়ে পড়ছি। কংগ্রেস সদস্য এবং তাদের পরিবারকে রক্ষা করার জন্য আমাদের আরও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
গত শুক্রবার পল পেলোসির ওপর হামলার আগে সন্দেহভাজন ব্যক্তি জানতে চেয়েছিল, ‘ন্যান্সি কোথায়?’ ২০২১ সালের ৬ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিল। ওই সময় এক ব্যক্তি বলেছিল, ‘তুমি কোথায়, ন্যান্সি? আমরা তোমাকে খুঁজছি।’ মার্কিন সংবাদমাধ্যমগুলোর ভাষ্য, চরমপন্থীরা জেনেবুঝেই ডেমোক্র্যাট রাজনীতিবিদদের হামলা চালাচ্ছে।
প্রকৃতপক্ষে, পল পেলোসির উপর আক্রমণটি ন্যান্সি পেলোসির উদ্দেশ্যে করা হয়েছিল বলে মনে হচ্ছে, -জো বিডেন শনিবার বলেছিলেন। কর্তৃপক্ষ বলেছে যে হামলাকারী “ন্যান্সি কোথায়?” দাবি করেছিল; প্রবীণ কংগ্রেসওম্যান ওয়াশিংটন ডিসিতে তার নিরাপত্তা বিস্তারিত নিয়ে হামলার সময় ছিলেন। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনের আগে সহিংসতার ‘উচ্চমাত্রার ঝুঁকি রয়েছে।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই পদক্ষেপের আহ্বান জানিয়ে নর্থ ডাকোটার রিপাবলিকান দলের নেতা কেলি আর্মস্ট্রং বলেছেন, ‘আমি মনে করি প্রত্যেককেই বিষয়টি গুরুত্ব সহকারে নিতে হবে।’