যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টকটনের শিখ মন্দিরে বন্দুকধারীর গুলিতে তিনজন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
স্টকটন পুলিশ বিভাগের মুখপাত্র জোসেফ সিলভা জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। যখন গুলি চালানো হয় তখন মন্দিরে একটি অনুষ্ঠান চলছিল। পুলিশ এসে আহত তিন জনকে উদ্ধার করেছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী ও হামলার শিকার সবাই শিখ। কী কারণে এই হামলা হয়েছে তা জানা যায়নি।