যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১০১ জনে দাঁড়িয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঘূর্ণিঝড় এখন পর্যন্ত যে কয়জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে, তাদের মধ্যে চার জন ছাড়া বাকি সবাই ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা। ফ্লোরিডার উপকূলীয় লি কাউন্টিতে সর্বোচ্চ মারা গেছেন ৫৪ জন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হারিকেন ইয়ানের আঘাতে নজিরবিহীন ক্ষয়ক্ষতি হয়েছে ফ্লোরিডায়। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। হারিকেনের কারণে সৃষ্ট বন্যায় বহু সড়ক ধসে গেছে। অনেক এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এদিকে, ফ্লোরিডার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার ফ্লোরিডায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন তিনি।
এর আগে সোমবার তিনি পুয়ের্তো রিকো পরিদর্শনে যান। দুই সপ্তাহ আগে ওই দ্বীপটিতে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় ফিওনা। তারপর থেকে এখনও দ্বীপটির শত শত বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে।