মহামারি করোনাভাইরাস মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আবার হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাতে ভেঙে যাচ্ছে আগরে দৈনিক আক্রান্তের সকল রেকর্ড। ভযাবহ খবর হচ্ছে, গেল এক সপ্তাহে বিশ্বের ক্ষমতাধর দেশটিতে আক্রান্ত হয়েছে নতুন করে আরো ১০ লাখ! খবর সিএনএনের।
গত জানুয়ারির ২১ তারিখ প্রথম করোনাভাইরাস ছড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে প্রথম ১০ লাখ আক্রান্ত হতে সময় লেগেছিল ৯৯ দিন। পরবর্তী ১০ লাখ আক্রান্ত হতে সময় লেগেছিল ৪৩ দিন। তৃতীয় ১০ লাখ আক্রান্ত হতে সময় লেগেছিল ২৮ দিন। ৮ জুন দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়ায়।
বিস্ময়কর তথ্য হচ্ছে, ২২ জুলাই দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। তার মানে, শেষ ১০ লাখ করোনা আক্রান্ত হয়েছে মাত্র ১৪ দিনে!
এ রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৮৭৫ জন। মৃতের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ১৮৩ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৯ লাখ ৪২ হাজার ৬৩৭ জন।