যুক্তরাষ্ট্র থেকে রোববার সকালে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পা রাখলেন সাকিব আল হাসান। সাকিবের সঙ্গে ছিলেন তার মা শিরিন আক্তারও।
সাকিবের ফেরের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।
গেল মাসের মাঝামাঝি সময়ে সাকিবের শ্বশুর গুরুতর অসুস্থ হলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তবে সাকিব পৌঁছানোর আগেই মারা যান শ্বশুর মমতাজ আহমেদ। এরপর যুক্তরাষ্ট্রেই থেকে যান সাকিব।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ তারিখের থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এটাকে কেন্দ্র করে প্রাথমিক দল ঘোষণা করার কথা রয়েছে আজই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার জন্যই সাকিব ফিরলেন দেশে।
জুয়াড়ির প্রস্তাব গোপন করে এক বছর নিষিদ্ধের পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মধ্য দিয়ে খেলায় ফেরেন। দীর্ঘদিন পর মাঠে ফিরে নিজের নামের পাশে সুবিচার করতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। উইন্ডিজ সিরিজে তার দিকে পাখির চোখে তাকিয়ে থাকবে সবাই।