রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একটি নৌ-নীতির অনুমতি দিয়েছেন, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে রাশিয়ার জন্য প্রধান হুমকি হিসাবে চিহ্নিত করা হয়েছে। খবর আল-জাজিরার।
রোববার (৩১ জুলাই) রাশিয়ার নৌবাহিনী দিবসে সেন্ট পিটার্সবার্গে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি রুশ নৌ ক্ষমতা এবং বিশ্বজুড়ে রাশিয়ার অবস্থান বৃদ্ধিতে ভূমিকার জন্য জার পিটার দ্য গ্রেট এর প্রশংসা করেন।
নৌবাহিনীর কার্যক্রম পরিদর্শনের পর রাশিয়ার অনন্য জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে পুতিন বলেন, যেকোনো সম্ভাব্য হামলাকে পরাস্ত করার সামরিক শক্তি রাশিয়ার রয়েছে।
পুতিনের স্বাক্ষর করা ৫৫ পৃষ্ঠার ওই নীতিতে পুরো পৃথিবীজুড়ে সমুদ্র শক্তি বৃদ্ধির জন্য নৌবাহিনীর কৌশলগত লক্ষ্য ঠিক করা হয়েছে।
রুশ প্রেসিডেন্ট তার বক্তৃতায় ইউক্রেনের কথা উল্লেখ না করলেও কৃষ্ণ সাগর এবং আজভ সাগরে রাশিয়ার ভূ-রাজনৈতিক শক্তি বাড়াচ্ছে বলে জানান।