যুদ্ধবিরতিতে যেতে অস্বীকৃতি জানিয়ে গাজায় ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (২০ মে) আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
গত ১১ দিন ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত অন্তত ২৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ৬৫ জনই শিশু।
গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজার পরিস্থিতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন। ওই সময় নেতানিয়াহু জানিয়েছিলেন, ‘আজ (বুধবার) যুদ্ধবিরতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে।’
তবে বাইডেনের সঙ্গে আলাপচারিতা শেষে নেতানিয়াহু জানিয়েছেন, ‘লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আগ পর্যন্ত’ গাজায় হামলা চালিয়ে যেতে তিনি ‘দৃঢ় প্রতিজ্ঞ।’
এদিকে বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার শাসক দল হামাস ইসরায়েলের ওপর রকেট হামলা চালানো বন্ধ করেছে। তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, হামাস শেষ না করে তারা হামলা চালানো বন্ধ করবেন না।