৭২ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিলেও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) অবস্থানের ওপর বিমান হামলা চালাচ্ছে সেনাবাহিনী। শনিবার আরএসএফের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে।
সুদানের সামরিক নেতৃত্বের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে ১৫ এপ্রিল সামরিক বাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২০২১ সালে অভ্যুত্থানের পর থেকে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান কার্যত রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে উপ-প্রধান হিসেবে রাখা হয়েছে আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালোকে। বেসমারিক প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তর ইস্যুতে এই দুজনের মধ্যে সম্প্রতি বিরোধ সৃষ্টি হয়।
দুই বাহিনীর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর হাজার হাজার মানুষ দেশের নিরাপদ অঞ্চলে পৌঁছানোর জন্য বা সুদান থেকে বেরিয়ে যাওয়ার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ যাত্রা করছে।
বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ আরও ৭২ ঘণ্টা বাড়ানো সত্ত্বেও, সুদানে যুদ্ধ অব্যাহত রয়েছে। রাজধানী খার্তুমের কিছু অংশ এবং আশেপাশের এলাকায় নিয়মিত বিমান হামলা, ট্যাংক ও আর্টিলারি হামলা হয়েছে।
আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো বিবিসিকে বলেছেন, যুদ্ধবিরতি বাড়ানোর পর থেকে তার যোদ্ধাদের ওপর বোমা হামলা চালানো হচ্ছে। তিনি বলেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তিনি আলোচনা করবেন না।