যুদ্ধ অবসানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার তিনি সাংবাদিকদের এমন কথা বলেছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। যুদ্ধের ১৬ দিনে ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে রুশ বাহিনী। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজধানী কিয়েভ থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে রুশ বাহিনী। যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে তিন দফা বৈঠক করেছে ইউক্রেন সরকার। গত সপ্তাহে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হলেও যুদ্ধবিরতির কোনো সিদ্ধান্ত হয়নি।
জেলেনস্কি বলেছেন, ‘আমাদের কূটনীতিকরা কাজ করছেন এবং তারা আমাদের ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে সম্ভাব্য এজেন্ডার কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। আমি চাই এটি বাস্তবায়িত হোক এবং যুদ্ধের অবসানের প্রক্রিয়া, শান্তির প্রক্রিয়া শতভাগ যুদ্ধবিরতির মাধ্যমে শুরু হোক।’
ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। তিনি জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে সমঝোতার বিষয়ে আলোচনা করেছিলেন।