ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ওলফ স্কলজ ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
শনিবার তারা রুশ প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে ৭৫ মিনিট কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি।
স্কলজের এক মুখপাত্র বলেছেন, ‘কথোপকথনটি ইউক্রেনের যুদ্ধ অবসানের জন্য চলমান আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ। তবে আলোচনার বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
মুখপাত্র জানান, স্কলজ এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে পরিস্থিতি সম্পর্কে কথা বলেছেন।
এদিকে, ক্রেমলিন জানিয়েছে, দুই সরকার প্রধানের সঙ্গে আলোচনায় পুতিন ইউক্রেনের বাহিনীর আন্তর্জাতিক মানবাধিকার আইন ‘লঙ্ঘনের’ নিন্দা জানিয়েছেন।
ক্রেমলিন বিবৃতিতে বলেছে, ‘পুতিন (তাদের) বাস্তব অবস্থা সম্পর্কে অবহিত করেছেন। বিশেষ করে, ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর হাতে আন্তর্জাতিক মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘনের অসংখ্য তথ্য দিয়েছেন।’