মাথায় পেরেক গাঁথলে নিশ্চিত পুত্র সন্তান জন্মাবে। কবিরাজের এই আশ্বাস বাণীতে পাকিস্তানের এক সন্তানসম্ভবা নিজের মাথায় নিজেই পেরেক গেঁথেছেন।
বুধবার দেশটির এক চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে এমন তথ্য জানিয়েছেন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পুত্র সন্তানকে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার মাপকাঠি বিবেচনা করে থাকেন বাবা-মা। অনেক ক্ষেত্রে পুত্র সন্তান জন্ম না দেওয়ায় স্ত্রীর ওপর নির্যাতন এমনকি বিচ্ছেদের ঘটনাও ঘটে।
ডাক্তার হায়দার খান এএফপিকে জানান, ওই নারী উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালে আসার আগে তিনি প্লায়ার্স দিয়ে পেরেকটি বের করার চেষ্টা করেছিলেন। এক্সরে- তে দেখা গেছে দুই ইঞ্চি লম্বা পেরেকটি তার কপালে গেঁথে আছে। সৌভাগ্যবশত এটি মস্তিস্ক পর্যন্ত পৌঁছতে পারেনি। সম্ভবত হাতুড়ি বা অন্য কোনো ভারী বস্তু দিয়ে পেরেকটি গেঁথে দেওয়া হয়েছিল।
চিকিৎসক বলেন, ‘তিনি সম্পূর্ণরূপে সচেতন ছিলেন, কিন্তু প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিলেন।’
তিন কন্যা সন্তানের জননী জানিয়েছেন, তিনি সন্তানসম্ভবা। এবারও তার কন্যা সন্তান হতে পারে বলে তিনি আশঙ্কা করছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে. প্রাথমিকভাবে ওই নারী জানিয়েছিলেন যে, কবিরাজের কথা শুনে তিনি নিজেই পেরেকটি মাথায় গেঁথেছিলেন। তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি। সিসিটিভির ফুটেজ দেখে ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছে পুলিশ।