ভারতের মর্যাদাপূর্ণ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার পদ্ম। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবার পদ্ম পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে।
এনডিটিভি জানিয়েছে, তিনটি ক্যাটাগরিতে প্রদান করা হয় পদ্ম পুরস্কার। এগুলো হলো— পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এবার পদ্মবিভূষণ বিভাগে ৫ জন, পদ্মভূষণ বিভাগে ১৭ জন এবং পদ্মশ্রী বিভাগে ১১০ জন এই পুরস্কার পাচ্ছেন।
সংস্কৃতি, শিল্প, সামাজিক কর্মকাণ্ড, জন কল্যাণ, বিজ্ঞান-প্রযুক্তি, বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলাসহ অন্যান্য শাখায় বিশেষ অবদান রাখার জন্য প্রতি বছর ভারতীয় সরকারের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। বরাবরের মতো এবারের তালিকায় ভারতীয় বেশ কজন তারকার নাম রয়েছে। চলুন জেনে নিই কোন তারকা কোন বিভাগে এ পুরস্কার পাচ্ছেন—
পদ্মবিভূষণ
১. চিরঞ্জীবী (অভিনেতা)
২. পদ্মা সুব্রমণ্যম (নৃত্যশিল্পী, গীতিকার)
পদ্মভূষণ
১. মিঠুন চক্রবর্তী (অভিনেতা)
২. ঊষা উথুপ (সংগীতশিল্পী)
পদ্মশ্রী
১. রেজওয়ানা চৌধুরী বন্যা (সংগীতশিল্পী, বাংলাদেশ)
২. রতন কাহার (সংগীতশিল্পী, গীতিকার)
৩. অশোক কুমার বিশ্বাস (চিত্রশিল্পী)
৪. বালাকৃষ্ণান সদানম পুথিয়া ভেটিল (নৃত্যশিল্পী)
৫. ওমপ্রকাশ শর্মা (সংগীতশিল্পী)