বিদেশি যোদ্ধাদের মধ্যপ্রাচ্যে ড্রোন চালানো শেখাচ্ছে ইরান। দেশটির ইসফাহান শহরের কাছে একটি বিমান ঘাঁটিতে এসব যোদ্ধাদের ড্রোন চালানো শেখানো হচ্ছে বলে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ তুলেছেন।
এক মাস আগে ইসরায়েল-নিয়ন্ত্রিত একটি ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তেহরানকে দায়ী করা হয়। এবার তেহরানের বিরুদ্ধে বিভিন্ন দেশের যোদ্ধাদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ আনলো চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েল।
রোববার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ জানিয়েছেন, ইসফাহান শহরের উত্তরাঞ্চলের কাশান বিমান ঘাঁটি ব্যবহার করে ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং লেবাননের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তেহরানের তৈরি চালকবিহীন আকাশযান চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই ঘটনাকে ইরানের বিরুদ্ধে নতুন সত্য উন্মোচনের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে গাজা উপত্যকায় ইরান এ ধরনের চালকবিহীন যান উৎপাদনের অনুমতি পাওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়েছে। তেল আবিবের কাছে রেইচম্যান বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ সম্মেলনে গান্তজ তেহরানের বিরুদ্ধে এসব গুরুতর অভিযোগ তুলেছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, কাশান বিমান ঘাঁটির রানওয়েতে চালকবিহীন আকাশযান চলাচলের বিষয়টি স্যাটেলাইটের ছবিতে উঠে এসেছে। তবে ইসরায়েলের এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান।