হোসনে আরা জেমী
মিনিয়াপলিসের ২৫শে মে, ২০২০ সোমবার সন্ধ্যাবেলা
মাত্র ২০ ডলারের জন্য
৪৬ বসন্ত পেরিয়ে যাওয়া
জর্জ ফ্লোয়েড!
কতবার, কতবার উচ্চারন করেছিলে
আমি নিঃশ্বাস নিতে পারছিন
আমি নিঃশ্বাস নিতে পারছিনা
জর্জ ফ্লোয়েড
তোমার সেই আর্তচিৎকার
কেউ কি শুনেছিল?
শুনেছিল বলেই
আমেরিকার মিনিয়াপোলিস থেকে
আন্দোলন আর ক্রোধের স্ফুলিঙ্গ
ছড়িয়ে পড়েছে
আজ বিশ্বের প্রতিটি কোনায় কোনায় প্রতিবাদের হুংকারে।
আমি নই সাদা, আমি কালো
এনেছিলে গোলামী করাতে
এই কি অপরাধ?
আমি কি মানুষ এর মধ্যে পড়ি না
রঙ এর খেলায় সাদা কালো
সাদা চেপে ধরেছে কালোর কন্ঠ।
সাদা আর কালো বাহিরে কেবল
কেটে দেখো সেই একই লাল রক্ত।
আমেরিকা আমার দেশ না তবুও আমি আমেরিকান মানবিক মানুষ
প্রশ্ন রেখে যাই, তবে কে আমি?
মানবতা মরছে বিশ্বের সর্বস্তরে নির্বিচারে
এতো ইতিহাস পুরোনো,
চারশো বছরের অবিচারের ইতিহাস
দাস প্রথা বিলোপ করেছো
নাম দিয়েছো” ব্ল্যাক কোড”
দৃঢ সংগ্রামের পথ শেষ হয় না
ফিরে ফিরে আসে।
তারপরও বলছি,
আমি না কালো, না সাদা
আমি মানুষ রঙ বৈষম্যের মানুষ
শোন, আমি মানবিক মানুষ
বাহিরেতে কেবলি সাদা আর কালো
ভিতরে সেই একই রক্ত প্রবাহ।