সম্পর্ক ডেস্ক:বাংলা সাহিত্যের দুই কিংবদন্তি রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলাম। তাদের জন্য বাংলা সাহিত্য জগৎ সমৃদ্ধ হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুলের মধ্যে এক বিরাট মেলবন্ধন রয়েছে।আপন সৃষ্টির আলোয় তাঁরা হয়ে আছেন বাঙালীর অসাম্প্রদায়িক ও সাম্যবাদের চেতনার আধার। বাংলা সাহিত্যের অমর এই সাহিত্যিকত্রয়ী একইসঙ্গে দিয়ে গেছেন মানবতা ও জাগরণের পথের দিশা। তাদের দুজনেরই জন্ম মে মাসে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৫৯তম এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২১তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বাচনিক-এর ফেসবুক লাইভ পরিবেশনা ‘তবু রবীন্দ্রনাথ, তবু নজরুল’।
রবীন্দ্র-নজরুলের কথামালা, কবিতা ও গানে সাজানো এই আয়োজন ফেসবুকে প্রচারিত হবে-৩১শে মে, ২০২০ রবিবার টরন্টোর সময়ঃ দুপুর ১২টায় ও বাংলাদেশ সময়ঃ রাত ১০টায়
চমৎকার এই আয়োজনে সাথে থাকছেন দেশ বরেণ্য কবি আসাদ চৌধুরী।গান শোনাতে আসছেন ফারহানা শান্তা, মনিকা মূনা ও ডঃ মমতাজ মমতা। থাকছে বাচনিকের নিয়মিত আয়োজন কবিতা আবৃতি যেখানে টরেন্টোর জনপ্রিয় বাচিক শিল্পীদের সাথে থাকছে নতুন সংযোজন আমাদের ভবিৎষত প্রজন্ম-সম্পুরনা সাহা ও প্রাপ্তি আর সার্বিক অনলাইন সহযোগিতায় – জামিল বিন খলিল।
বাচনিকের কর্ণধার মেরি রাশেদীন সবাইকে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন।