রাখি সাওয়ান্তের দায়েরকৃত মামলায় ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন আদিল ডুরানি। এবার রাখির স্বামী আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করলেন এক ইরানি নারী। কর্নাটকের মহীশূরের ভিভি পুরাম থানায় এ মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আদিল ডুরানি ধর্ষণ করেছেন ইরানি ওই নারীকে। মহীশূরে লিভ-ইন সম্পর্কে ছিলেন তারা। পাঁচ মাস আগে বিয়ের কথা বললে আদিল রাজি হননি। বরং আদিল জানায়, অনেক নারীর সঙ্গে তার এমন লিভ-ইন সম্পর্ক রয়েছে। এ-ও জানান, পুলিশের কাছে কোনো অভিযোগ করলে, তার নগ্ন ছবি ফাঁস করে দেবেন। অবশেষে ৩৭৬, ৪১৭, ৪২০, ৫০৪ এবং ৫০৬ আইপিসি সেকশনে মামলা করলেন ওই নারী।
বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গহনা চুরি এবং পণ নেওয়ার অভিযোগে স্বামী আদিল ডুরানির নামে মামলা করেছেন রাখি সাওয়ান্ত। এনডিটিভি জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি রাতে মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় স্বামী আদিলের বিরুদ্ধে ৪০৬, ৪২০ আইপিসি ধারায় মামলা দায়ের করেন রাখি সাওয়ান্ত। তারপর পুলিশ আদিলের বিরুদ্ধে আইপিসি ধারা ৪৯৮ (এ), ৩৭৭ যুক্ত করেন।
পুলিশের তথ্যানুসারে, ২০২২ সালের জানুয়ারি মাসে পরিচয় আদিল ও রাখির। এরপর একসঙ্গে একটি বিজনেস অ্যাকাউন্ট খোলেন দুজনে। নতুন গাড়ি কেনার জন্য ২০২২ সালের জুন মাসে ওই অ্যাকাউন্ট থেকে ১ কোটি ৫০ লাখ রুপি তুলে নেন আদিল।
ক্যানসারে আক্রান্ত হয়ে গত ২৮ জানুয়ারি মারা গেছেন রাখির মা জয়া সাওয়ান্ত। আদিলের কারণে তার মা মারা গিয়েছেন বলে অভিযোগ করেছেন রাখি। এ অভিনেত্রী বলেন, ‘আমি যাওয়ার আগে রাদিল প্রোডাকশনে ১০ লাখ রুপির একটা চেক দিয়ে গিয়েছিলাম। আর বলে গিয়েছিলাম, মায়ের টাকা প্রয়োজন হলে সেখান থেকে যেন খরচ করা হয়। এই টাকা আমার, আদিলের না। এরপর আমার মায়ের অস্ত্রোপচার করার প্রয়োজন হয়। কিন্তু আদিল প্রয়োজন মতো টাকা হাসপাতালে দেয়নি। খুবই অল্প টাকা আমার বৌদির হাতে দিয়েছিল ও। আদিল টাকা না দেওয়ার কারণে সময়মতো অস্ত্রোপচার করানো যায়নি। আদিলের জন্যই মা আমাকে ছেড়ে চলে গিয়েছেন।’
এর আগে রাখি অভিযোগ করেন, আদিল পরকীয়া সম্পর্কে জড়িয়েছে। বহুবার নিষেধ করার পরও এ সম্পর্ক থেকে বেরিয়ে আসেনি সে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রাখির বিয়ের সার্টিফিকেটে জানা যায়, প্রেমের সম্পর্কে জড়ানোর তিন মাসের মাথায় বিয়ে করেন রাখি-আদিল। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এজন্য নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা। ধারণা করা হচ্ছে, ইসলাম ধর্ম গ্রহণ করে আদিলকে বিয়ে করেছেন রাখি। শুরুতে এ বিয়ের কথা অস্বীকার করলেও পরে তা স্বীকার করেন আদিল।