রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসীন রোমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) রাতে জেলা সিভিল সার্জন অফিসের করোনার ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল এসব তথ্য নিশ্চিত করেছেন ।
ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানান, রাঙামাটিতে নতুন করে ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানও রয়েছে। এ নিয়ে এই জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৫ জনে।
নতুন করে শনাক্তদের মধ্যে রয়েছেন রাঙামাটি সদর উপজেলায় ২০ জন, কাপ্তাই উপজেলায় ২জন, জুরাছড়ি উপজেলায় ২ জন, বরকল উপজেলায় ১জন ও রাজস্থলি উপজেলায় ১ জন।
সূত্র জানায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান কয়েকদিন ধরেই ঠান্ডা, কাশি ও জ্বরে ভূগছেন। এ জন্যই তিনি ১৫ জুলাই করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন। শুক্রবার তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থ আছেন।