পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) ওসি (পরিবহন) আমজাদ হোসেন রাজধানীর শান্তিবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২ জানুয়ারি) রাতে দৃর্বত্তরা এই হামলা চালানো হয়। হামলাকারী হাফিজুর রহমান পলাতক আছে।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রাত ৮টার দিকে শান্তিবাগে নয়তলা ভবনের নিচতলার অফিসে শামীম নামের এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করতে যান হাফিজুর রহমান। এই সময় সেখানে ওসি আমজাদ হোসেন ছিলেন। চাঁদার বিষয়ে কথা বলতে গেলে আমজাদ হোসেনের দিকে তেড়ে যান হাফিজুর রহমান। একপর্যায়ে সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমজাদ হোসেনের কানে আঘাত করে হাফিজুর। পরে হাফিজুর আত্মীয়-স্বজনদের ডেকে আনে এবং পরে পালিয়ে যায়।
পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা হাফিজুর রহমানকে ধরতে মাঠে নেমেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।