হাসান মাসুক: কোভিডের উপসংহার টানার অনেক চেষ্টা সত্বেও শেষ হচ্ছে না কোভিড, তবে রাজনৈতিক কর্মকাণ্ড প্রমাণ করছে কিভাবে কোভিড থেকে কানাডার পরিকল্পনাকে সরানোর চেষ্টা হচ্ছে।
ওশোয়ার জি এম মটরস প্ল্যান্টে জড় হয়েছিল প্রাদেশিক প্রধান ডাগ ফোর্ড, অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী ভিক ফেডেলি এবং ইনোভেশন মিনিস্টার ফ্রানক ফিলিপ শ্যামপেন তাদের ২ বিলিয়ন ইনভেস্টমেন্ট প্রকল্প নিয়ে। এই প্রকল্পের মূলে থাকছে ইলেক্ট্রিক গাড়ি তৈরির পুরোদস্তুর কর্ম পরিকল্পনা যার অংশ হিসেবে যোগ হবে আরো একটি প্রোডাকশন শিফট। জুনের প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে হলেও এই উদ্যোগকে স্বাগত জানাবে অন্টারিয়ানরা, নিসচিত।
প্রদেশের সবুজ অর্থনীতিতে প্রবেশের ক্ষেত্রে এটা হবে আরেকটি দ্রুত এবং জরুরী সংযোজন যার কেন্দ্রে আছে অটো সেক্টরে অন্টারিওর সময়োপযোগী নোংগর। ইলেক্ট্রিক গাড়ীর ব্যাটারি প্রস্তুতে জরুরি খনিজ সংস্থানে ফিন্যান্স মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের ২ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রজেক্টের ঘোষনায় উঠে এসেছে ইলেক্ট্রিক চার্জিং স্টেশন ও কঞ্জুমারদের সেবা নিসচিতকরণের চেষ্টা ও।
মহামারি মোকাবিলার অর্থায়নে ৫৩ বিলিয়ন ডলারের যে বাজেট ঘাটতি গত দুবছরে গড়ে উঠেছে সেখান থেকে উত্তরণে উৎপাদনশীল অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানো, আবাসন শিল্পের সমাধান আর ঘাটতি নিয়ন্ত্রণে এই পরিকল্পনা আশার সঞ্চারণ করছে।
ফেডারেল বাজেটে সামরিক ক্ষেত্রে ৮ বিলিয়ন ডলারের বিনিয়োগকে আশা করা হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তায় কানাডার সমর্থনকে পোক্ত করবে ন্যাটো ও বাকী বিশ্বের কাছে যদিও কানাডায় আমেরিকান এম্বাসেডর এর উক্তিতে তাকে খুব একটা খুশি মনে হয়নি!