রাজাপাকসে সরকারের বিরুদ্ধে শ্রীলঙ্কায় কয়েক মাস ধরে চলা বিক্ষোভের নেতৃত্বে থাকা ও পরিচিত মুখ ধানিজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী একটি ফ্লাইট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, ধানিজ আলীর বিরুদ্ধে অভিযোগ, গত ১৩ জুলাই শ্রীলঙ্কার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রুপাভাহিনি করপোরেশনে প্রবেশ করে সম্প্রচার বন্ধের চেষ্টা করেছিলেন তিনি।
পুলিশের গণমাধ্যম শাখা জানিয়েছে, ধানিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বিমানের ভেতর থেকে গোয়েন্দা কর্মকর্তারা এক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছেন। ওই সময় এর প্রতিবাদ করছিলেন অন্য যাত্রীরা।