রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী মোবাসসিরা তাহসিন ইরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মরদেহ ছাত্রী হোস্টল থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে রাবির পার্শ্ববর্তী মির্জাপুর এলাকার এক হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান।
মোবাসসিরা তাহসিনের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
অধ্যাপক হাসিবুল আলম প্রধান জানান, হোস্টেল থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন।
মতিহার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হাসান বলেন, শনিবার দিবাগত রাত ৪টার দিকে আইন বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহটির ময়নাতদন্তের জন্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।