সামরিক ক্ষমতায় দুর্বল হয়ে পড়ায় উত্তর কোরিয়ার কাছ থেকে সামরিক হার্ডওয়্যার কিনতে বাধ্য হয়েছে রাশিয়া, এমনটাই দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, পিয়ংইয়ং থেকে লক্ষ লক্ষ আর্টিলারি শেল ও রকেট কিনেছে রাশিয়া।
ঐ প্রতিবেদনে আরও বলা হয়, গত সপ্তাহে ইরানের তৈরি ড্রোনের প্রথম চালান রাশিয়ায় পৌঁছে গেছে বলে জানা গেছে।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। এরপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা করেছে ইরান ও উত্তর কোরিয়া।
এদিকে ইউক্রেন-রাশিয়া সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। এছাড়াও পশ্চিমাদেরকে একটি আধিপত্যবাদী নীতি অনুসরণ করার জন্য অভিযুক্ত করেছেন তিনি।
পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত মাসে পূর্ব ইউক্রেনের রাশিয়ার দখলকৃত দুটি রাজ্য ডোনেস্ক ও লুহানস্কে গণপ্রজাতন্ত্রের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে উত্তর কোরিয়া । পাশাপাশি মস্কোর সঙ্গে দেশটির বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দুই দেশ তাদের বিস্তৃত ও গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হবে।