ইউক্রেনে নৃশংসতা চালানোর অভিযোগে রাশিয়ার আন্তর্জাতিক বিচার দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভিডিও বার্তায় তিনি এ দাবি করেছেন।
জেলেনেস্কি বলেছেন, রাশিয়াকে ‘দায়বদ্ধতার’ মুখোমুখি করতে হবে। দেশটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মতো একটি ট্রাইব্যুনালের সামনে হাজির করা উচিত।
তিনি বলেছেন, গত ৪১ দিনে রাশিয়া যা করছে তার অনেকগুলোর মধ্যে একটি উদাহরণ হচ্ছে বুচা শহরে ‘গণহত্যা।’ বিশ্ব এখনও সম্পূর্ণ সত্য দেখেনি। রাশিয়ার সামরিক বাহিনী প্রকাশ্যে লুটপাট করে গ্রামগুলো দখল করেছে।
জেলেনস্কি জাতিসংঘে রাশিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি রাশিয়াকে নিরাপত্তা পরিষদ থেকে বের করে দেওয়ার দাবি করেছেন।
তিনি বলেছেন, ইউক্রেনে যদি রাশিয়ার কর্মকাণ্ড বন্ধে নিরাপত্তা পরিষদ কোনো পদক্ষেপ নিতে না পারে তাহলে এই সংস্থার বিলোপ করে দেওয়া উচিত। ‘কারণ প্রমাণ হচ্ছে যে, আপনারা আলোচনা করা ছাড়া আর কিছুই করতে পারেন না।’