রাশিয়ার করোনাভাইরাসের টিকা স্পুৎনিক ভি ৯২ শতাংশ কার্যকর বলে এর অন্তর্বর্তী ট্রায়ালে প্রমাণিত হয়েছে। বুধবার রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এসব তথ্য জানিয়েছে।
রাশিয়ার এই ঘোষণার মাত্র দুদিন আগে মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান ফাইজার জানিয়েছিল, পরীক্ষায় প্রমাণিত হয়েছে তাদের উন্নয়ন করা করোনার টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর।
গত আগস্টে জনসাধারণের ওপর প্রয়োগের জন্য রাশিয়া তাদের স্পুৎনিক ভি টিকার রেজিস্ট্রেশন করে। করোনা প্রতিরোধে বিশ্বে রাশিয়াই প্রথম টিকার রেজিস্ট্রশন করে। পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বরে বড় আকারে টিকাটির ট্রায়াল শুরু হয়।
বিশ্বব্যাপী রাশিয়ার করোনার টিকা বাজারজাতকরণের দায়িত্ব পালন করছে আরডিআইফ।
সংস্থাটি জানিয়েছে, ১৬ হাজার স্বেচ্ছাসেবককে টিকা ও প্লাসিবো দেওয়া হয়েছিল। যারা প্লাসিবো পেয়েছিলেন তাদের তুলনায় টিকা পাওয়া ব্যক্তিদের করোনায় আক্রান্তের সম্ভাবনা ৯২ শতাংশ কম বলে প্রমাণিত হয়েছে।
আরডিএফের প্রধান কিরিল দিমিত্রিয়েভ, ‘তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে আমরা দেখাচ্ছি যে, আমাদের কাছে অত্যন্ত কার্যকর টিকা রয়েছে।’