ইউক্রেনে হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় মস্কো থেকে জ্বালানি তেল আমদানি বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন। তবে অনেক দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মেলায়নি। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কিছু দেশও রয়েছে। এমনকি শনিবার রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কিনতে চুক্তি চূড়ান্ত করেছে ভারত। পশ্চিমা বিশ্বের মোড়ল যুক্তরাষ্ট্রের হম্বিতম্বি উপেক্ষা করে এখনও যেসব দেশ রাশিয়ার কাছ থেকে তেল কিনছে তার একটি তালিকা প্রকাশ করেছে এনডিটিভি অনলাইন। এই তালিকায় রয়েছে-
বুলগেরিয়া: বলকান উপদ্বীপের বৃহত্তম তেল শোধনাগার নেফটোচিম বুরগাস শোধনাগারটি রাশিয়ার লুকোইলের মালিকানাধীন। এটি বুলগেরিয়ার অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল সরবরাহকারী। বর্তমানে দেশটির চাহিদার ৪০ শতাংশ তেল রাশিয়া থেকে আমদানি করা।
চীন: ইউরোপীয় ইউনিয়নের পর রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল আমদানিকারক হচ্ছে চীন। আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) জানিয়েছে, নতুন করে রাশিয়া থেকে চীনের তেল আমদানি আরও বাড়তে পারে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): ২৭ সদস্যের ব্লকটি চাহিদার ৪০ শতাংশ গ্যাস ও ২৭ শতাংশ অপরিশোধিত তেল আমদানির জন্য রাশিয়ার উপর নির্ভর করে। ইউক্রেনের বিরুদ্ধে হামলার কারণে রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি বন্ধের ব্যাপারে ব্লকের সদস্যদের মধ্যে মতবিরোধ চলছে। ইইউ রাষ্ট্রগুলো রাশিয়ার তেল কোম্পানি রোসনেফ্ট, ট্রান্সনেফ্ট ও গ্যাজপ্রম নেফ্টের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা গ্রহণ করতে প্রস্তুত কিন্তু তাদের কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
ফ্রান্স: ২০২১ সালে চাহিদার ৯ দশমিক ৫ শতাংশ অপরিশোধিত তেল রাশিয়া থেকে আমদানি করেছিল ফ্রান্স। ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ফ্রেঞ্চ অ্যাসোসিয়েশন অব পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি জানিয়েছে, তারা রাশিয়ার বিকল্প খুঁজছে।
জার্মানি: জার্মানির সবচেয়ে বড় শোধনাগার, এমআইআরও প্রায় ১৪ শতাংশ তেল রাশিয়া থেকে আমদানি করে। আরেক শোধনাগার পিসিকে স্কয়েদতের ৫৪ শতাংশ মালিকানা রোজনেফত ডাচেসল্যান্ডের। এটি রাশিয়ার রোজনেফতের একটি সাবসিডিয়ারি কোম্পানি।
গ্রিস: দেশটির বৃহত্তম তেল শোধনাগার হেলেনিক পেট্রোলিয়াম জানিয়েছে, ২০২১ সালে রাশিয়া থেকে তারা যে পরিমাণ তেল আমদানি করেছিল তার ১৫ শতাংশ বিকল্প উৎস থেকে সংগ্রহ করা যাবে।
ভারত: রাষ্ট্রীয় শোধনাগার হিন্দুস্তান পেট্রোলিয়াম আগামী মে মাসের জন্য রাশিয়া থেকে ২০ লাখ ব্যারেল তেল কিনেছে। ভারতের শীর্ষস্থানীয় তেল শোধানাগার ইন্ডিয়ান অয়েল করপোরেশন মে মাসের জন্য ৩০ লাখ ব্যালেল তেল সরবরাহের আদেশ দিয়েছে।
রাশিয়া থেকে তেল আমদানি করা দেশের তালিকা একেবারে ছোট নয়। এই তালিকায় রয়েছে ইতালি, হাঙ্গেরি, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও তুরস্কের বড় তেল শোধানাগারগুলো।