ইউক্রেনের ইজিয়ম শহরের বাইরে কয়েকশ কবর পাওয়া গেছে। ইউক্রেনীয় বাহিনী অগ্রসর হয়ে শহরের বাইরে একটি বনে এসব কবর শনাক্ত করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শুক্রবার কিছু কবর খনন শুরু করবে।
কী কারণে এসব মানুষের মৃত্যু হয়েছিল তা সুস্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে কেউ কেউ গোলাগুলির কারণে এবং কেউ কেউ স্বাস্থ্যসেবার অভাবে মারা যেতে পারে।
শুক্রবার ইউক্রেনের ন্যাশনাল পুলিশ সার্ভিসের প্রধান জানিয়েছেন, অধিকাংশ মৃতদেহই বেসামরিক নাগরিকদের।
ইহোর ক্লাইমেনকো সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যদিও প্রথমে বিশ্বাস করা হয়েছিল মৃতদেহগুলো সেনাদের। তবে এখনও পর্যন্ত কোনো সেনার মৃতদেহ পাওয়া যায়নি।
ইউক্রেনের কর্তৃপক্ষ এর আগে বিবিসিকে জানিয়েছিল, চার শতাধিক মৃতদেহ ওই স্থানে কবর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘ জানিয়েছে, তারা শহরে একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে আশা করছে।
সংস্থাটির মানবাধিকার অফিসের একজন মুখপাত্র জানিয়েছেন, যারা মারা গেছেন তারা বেসামরিক বা সামরিক কর্মী কিনা এবং মৃত্যুর কারণ কী তা খুঁজে বের করার চেষ্টা করা হবে।