খারসন শহরের দক্ষিণের চারটি গ্রাম পুনর্দখল করেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয়ে মঙ্গলবার সিএনএন এমন তথ্য জানিয়েছে।
ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করেই প্রথম খারসন অঞ্চলটি দখল করে নিয়েছিল রাশিয়া। ইউক্রেনের দক্ষিণ-পূর্বের এই অঞ্চল দিয়েই রাশিয়ার সেনা ইউক্রেনে ঢুকেছিল। তাদের প্রথম লক্ষ্যই ছিল খারসন দখল করা।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনীয় সূত্র বলেছে, ‘রাতে রাশিয়ার অবস্থান এবং পিছনে ব্যাপক গোলাবর্ষণের মাধ্যমে অভিযান শুরু হয়েছিল। আক্রমণের মূল দিকটি ছিল প্রাভডিনে। আমরা ডিএনআর (দোনেৎস্ক পিপলস রিপাবলিক) এবং এলএনআর (লুহানস্ক পিপলস রিপাবলিক) থেকে তাদের পদাতিক বাহিনীর ওপর হামলা করি এবং তারা পালিয়ে যায়। রাশিয়ান ল্যান্ডিং ফোর্স এর পরে পালিয়ে যায়।’
সামরিক ওই সূত্রটি বলেছে, ‘আমরা বর্তমানে চার গ্রাম স্বাধীন করেছি। তিনটি স্থানে তাদের প্রতিরক্ষার প্রথম সারি ভেঙে গেছে। তাদের অনেকে নিহত এবং অনেকে আটক হয়েছে। রুশ সেনাবাহিনীর প্রচুর যানবাহন ধ্বংস হয়েছে।’