যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলেয়ে যুক্তরাজ্যও রাশিয়া থেকে তেলের আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। মঙ্গলবার রাতে এমন নিষেধাজ্ঞার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে বিবিসি।
বিবিসির এই সংবাদ প্রকাশের কিছুক্ষণ আগেই মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায় , রাশিয়া থেকে তেল ও তরল প্রাকৃতিক গ্যাস আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দেবেন। তবে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররা রাশিয়ার তেল-গ্যাসের ওপর অতিমাত্রায় নির্ভরশীল থাকায় তারা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সঙ্গী হচ্ছে না।
পলিটিকো ও ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আগামী মাসগুলোতে পর্যায়ক্রমে দেওয়া হবে। তবে রাশিয়া থেকে গ্যাস আমদানির ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।