যুক্তরাষ্ট্রে রাশিয়ার তেল ও গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে মস্কোর আগ্রাসনের শাস্তি হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে মঙ্গলবার জানিয়েছে হোয়াইট হাউজ।
হোয়াইট হাউজ জানিয়েছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় বেলা ৩টা ৪৫ মিনিটে প্রেসিডেন্ট বাইডেন ‘ইউক্রেনের বিরুদ্ধে উস্কানিবিহীন ও অযৌক্তিক যুদ্ধের জন্য রাশিয়াকে দায়ী করে পদক্ষেপের ঘোষণা দেবেন।’
মার্কিন সংবাদমাদ্যম জানিয়েছে, রাশিয়া থেকে তেল ও তরল প্রাকৃতিক গ্যাস আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররা রাশিয়ার তেল-গ্যাসের ওপর অতিমাত্রায় নির্ভরশীল থাকায় তারা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সঙ্গী হচ্ছে না।
যুক্তরাষ্ট্রের আমদানি করা তেল ও পেট্রোলিয়াম পণ্যের ১০ শতাংশের বেশি আমদানি হয় রাশিয়া থেকে। এর মানে হচ্ছে, রাশিয়া থেকে আমদানির নিষেধাজ্ঞা আরোপ করা হলেও বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশটিতে এর তেমন বেশি প্রভাব পড়বে না।
প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন। তবে তেলের দাম কমাতে যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে আরো বেশি তেল ছাড়ার আহ্বান জানিয়েছেন তিনি।