ইউক্রেন জুন মাসে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছিল। কিন্তু মাইনফিল্ডের মাধ্যমে তৈরি করা সুপ্রস্তুত রাশিয়ার প্রতিরক্ষা লাইন আজভ সাগরের দিকে তাদের দক্ষিণমুখী অগ্রগতিকে আটকে রেখেছিল।
ইউক্রেনীয় বাহিনী বুধবার জানিয়েছিল, তারা যুদ্ধের সম্মুখসারির শহর ওরিখিভ থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে রোবোটাইনের বসতিতে জাতীয় পতাকা তুলেছে।
রোবটাইনে নেতৃত্বদানকারী এক জন কমান্ডার বলেছেন, ‘আমরা এখানে থামব না। এরপরে আমাদের গন্তব্য বারডিয়ানস্ক শহর এবং তারপরে আরও অনেক কিছু। আমি আমার যোদ্ধাদের সাথে সাথেই এটা পরিষ্কার করে দিয়েছি: আমাদের লক্ষ্য রোবোটাইন নয়, আমাদের লক্ষ্য (আজভ) সাগর।’
রোবোটাইন আজভ সাগরের তীরে অবস্থিত বার্দিয়ানস্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এবং কৌশলগত শহর মেলিটোপোল থেকে ৮৫ কিলোমিটার দূরে। গত বছরের ফেব্রুয়ারিতে মস্কোর পূর্ণমাত্রায় আগ্রাসনের পর উভয় এলাকাই রুশ বাহিনীর দখলে চলে যায়।
ইউক্রেনীয় বাহিনীর রোবটাইনে অগ্রসর হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি রাশিয়া।
একজন মার্কিন কর্মকর্তা গত সপ্তাহে জানিয়েছিলেন, ইউক্রেনীয় বাহিনী দক্ষিণে রাশিয়ার বাহিনীকে বিভক্ত করার উদ্দেশ্যে তাদের পাল্টা আক্রমণে মেলিটোপোল পৌঁছাতে এবং পুনরুদ্ধার করতে সক্ষম হবে বলে মনে হচ্ছে না।