রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর দেশটিতে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।
সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, শনিবার রাশিয়ায় এক হাজার দুজন করোনা আক্রান্ত মারা গেছেন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ২০৮ জন। এই নিয়ে টানা তৃতীয় দিন রাশিয়ায় করোনায় সর্বাধিক মৃত্যু ও সংক্রমণের তথ্য রেকর্ড করা হলো।
রাশিয়া নিজেই করোনার কয়েকটি টিকা উৎপাদন ও বিপণন করছে। এরপরও দেশটির মাত্র ৩১ শতাংশ নাগরিককে পূর্ণ ডোজ টিকা দেওয়া হয়েছে। এছাড়া দেশটিতে সংক্রমিত এলাকাগুলোতে যাতায়াত কিংবা চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়নি।
ক্রেমলিন সাফ জানিয়েছে, চলতি সপ্তাহেই অর্থনীতি সচল রাখার বিষয়টি নিশ্চিত করবে কর্তৃপক্ষ। তাই টিকা গ্রহণের হার কম হলেও কোনো বড়ধরনের বিধিনিষেধ আরোপ করা হবে না।