রাশিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছে।
রোববার (৯ অক্টোবর) তাতারস্তানে এমন ঘটনা ঘটেছে।
রাশিয়ার জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এল-৪১০ বিমানটিতে ২২ আরোহী ছিল। স্থানীয় সময় সকাল ৯টা ২৩ মিনিটে তাতারস্তানের ওপর দিয়ে যাওয়ার সময় এটি বিধ্বস্ত হয়। নিহতরা সবাই প্যারাশুটার ছিলেন।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘ছয় জনকে উদ্ধার করা হয়েছে, ১৬ জন মৃত অবস্থায় পাওয়া গেছে।’
মন্ত্রণালয় প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিমানটি দুই টুকরো হয়ে গেছে এবং এর সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।
স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জীবিত ছয় জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিমানটি ভলান্টারি সোসাইটি ফর অ্যাসিসট্যান্সের। এটি সেনা, নৌ ও বিমানবাহিনীর খেলাধুলা ও প্রতিরক্ষা বিষয়ক সংস্থা।