রাশিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হেলিকপ্টারটি থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া, এখনো নিখোঁজ রয়েছেন ৮জন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিবিসির খবরে বলা হয়, ওই হেলিকপ্টারে ১৬ জন আরোহী ছিলেন। এদের মধ্যে অধিকাংশই ছিলেন পর্যটক। দেশটির কামচাতকা উপদ্বীপে এ দুর্ঘটনা ঘটে।
বিবিসি জানায়, লেক কুরিলে এমআই-৮ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই হেলিকপ্টারে ১৩ যাত্রী এবং তিন ক্রু সদস্য ছিলেন। ঘটনাস্থলে উদ্ধারকর্মী এবং ডুবুরি মোতায়েন করা হয়েছে।
এর আগে গত ৬ জুলাই ২৮ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়। এন-২৬ নামের ওই যাত্রীবাহী বিমানটি পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কি থেকে কামচাতকা উপদ্বীপের পালানার দিকে যাত্রা করেছিল। পরবর্তীতে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ২৮ আরোহী ছিল যাদের মধ্যে ৬ জন ক্রু সদস্য।