ইউক্রেন যুদ্ধে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা বলেছেন।
ল্যাভরভ বলেছেন, যুদ্ধে রাশিয়া কেবল ‘প্রচলিত অস্ত্রগুলোই ব্যবহার করবে।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর আগেই রাশিয়ার পারমাণবিক ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরবর্তীতে রুশ সরকারের একাধিক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছিলেন যে, প্রয়োজনে ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে।
ল্যাভরভ বলেছেন,‘ইউক্রেনের পূর্বাঞ্চলে অভিযানের লক্ষ্য স্থির করা হয়েছে, যেমনটি প্রথম থেকেই ঘোষণা করা হয়েছিল (স্বঘোষিত) দোনেতস্ক এবং লুহানস্ক প্রজাতন্ত্রকে সম্পূর্ণরূপে মুক্ত করা এবং এই অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানের আরেকটি পর্যায় শুরু হচ্ছে এবং আমি নিশ্চিত যে, এটি পুরো অভিযানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে।’