রাশিয়া বাংলাদেশে দুই লাখ টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবার (২৩ জুন) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য (ঢাকা-১০ আসন) শফিউল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, যুদ্ধের কারণে (ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ) বিভিন্ন খাদ্যশস্যের সঙ্গে গম ও আটার দাম বেড়ে যাওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গম আমদানির জন্য বিভিন্ন রপ্তানিকারক দেশের সঙ্গে যোগাযোগ করা হয়। ইতোমধ্যে রাশিয়া দুই লাখ টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে। এছাড়াও ভারত থেকে সরকারি ও বেসরকারি পর্যায়ে গম আমদানির লক্ষ্যে দিল্লির বাংলাদেশ হাইকমিশনেও চিঠি দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য (ভোলা-২, দৌলতখান ও বোরহানউদ্দিন) আলী আজমের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, সরকারি খাদ্য গুদামে গত ২০ জুন পর্যন্ত ১৫ লাখ ২১ হাজার টন খাদ্যশস্য মজুত ছিল। খাদ্য গুদামে খাদ্যশস্যের মজুত আরও বৃদ্ধির জন্য অভ্যন্তরীণ উৎস থেকে মোট ২০ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে সংগ্রহ কার্যক্রম চলমান আছে এবং বৈদেশিক উৎস থেকেও গম আমদানির কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।