শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদনের পর গতকাল মঙ্গলবার বাদ আসর বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে অভিনেতা মজিবুর রহমান দিলুকে। দিলুর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন শিল্পাঙ্গনের কলাকুশলীরা। মঙ্গলবার বিকাল ৩টার পর অভিনেতা দিলুর মরদেহ নিয়ে আসা হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে। সেখানে অস্থায়ী বেদিতে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিল্পকলা একাডেমিসহ আরো বেশকিছু সংগঠন।
বীর মুক্তিযোদ্ধা, অভিনেতা, নাট্য নির্দেশক ও নাট্যকার মজিবুর রহমান দিলু (৬৯) ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬.৩৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন মজিবুর রহমান দিলু।একাত্তরে যুদ্ধ করেছেন ২ নম্বর সেক্টরে।মঞ্চ থেকে অভিনয় শুরু। ১৯৭২ সালে বাংলাদেশ টেলিভিশনে অভিনয় শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৭৬ সাল থেকে টেলিভিশনে নিয়মিত অভিনয় করছিলেন। মজিবুর রহমান দিলুর উল্লেখযোগ্য মঞ্চনাটক- ‘আমি গাধা বলছি’, ‘নানা রঙ্গের দিনগুলি’, ‘জনতার রঙ্গশালা’, ‘নীল পানিয়া’, ‘আরেক ফাল্গুন’, ‘ওমা কী তামাশা’ প্রভৃতি। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় নাটক ‘তথাপি’, ‘সময় অসময়’ ও ‘সংশপ্তক’-এ অভিনয়ের মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন।