ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্যের দায়ে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত কংগ্রেসের নেতা রাহুল গান্ধী লোকসভার সদস্য পদ হারিয়েছেন। শুক্রবার লোকসভা সচিবালয় রাহুলের নির্বাচনী আসন শূন্য ঘোষণা করেছে। ওই আসনে এখন নির্বাচন কমিশন উপ-নির্বাচনের ঘোষণা দিতে পারবে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
কেরালার ওয়েনাদ থেকে নির্বাচিত রাহুল গান্ধী ২০১৯ সালে কর্ণাটকের কোলারে এক জনসভায় পলাতক ব্যবসায়ী নীরব মোদি ও ললিত মোদির সঙ্গে প্রধানমন্ত্রী মোদির পদবির মিল নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, ‘সব চোরের পদবি মোদি হয় কী করে?’ এই মন্তব্যের জেরে বিজেপির বিধায়ক এবং গুজরাটের সাবেক মন্ত্রী পুর্নেশ মোদি কংগ্রেস নেতা রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন। ওই মামলায় বৃহস্পতিবার রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেয় গুজরাটের একটি আদালত।
এদিকে রাহুলের লোকসভার পদ শূন্য ঘোষণাকে সরকারের ষড়যন্ত্র আখ্যা দিয়েছে। তাদের ভাষ্য, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে শীর্ষ ধনী বনে যাওয়া শিল্পপতি গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কের ব্যাপারে রাহুল যৌথ পার্লামেন্টারি তদন্তের আহ্বান জানিয়েছিলেন। তাকে নিশ্চুপ রাখতেই বিজেপে এই পথে হেঁটেছে।