ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ নিয়ে তাকে ৪ দিন জিজ্ঞাসাবাদ করা হলো। তাকে আজ মঙ্গলবারও (২১ জুন) তলব করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার।
খবরে বলা হয়, অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৪ দিনে ৪০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে রাহুল গান্ধীকে। গত সপ্তাহের সোমবার থেকে বুধবার প্রতিদিনই রাহুলকে হাজিরা দিতে হয়েছে ইডির দফতরে।
রাহুল গান্ধীর মা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে কয়েকদিনের ছাড় দেওয়ার আবেদন জানান এই কংগ্রেস নেতা। সেই আবেদন মঞ্জুর হয়। সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সোমবার রাহুলকে ফের জিজ্ঞাসাবাদ করা হয়।
কোভিড পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী। আগামী ২৩ জুন তাকেও জিজ্ঞাসাবাদ করার কথা ইডির।