রেজাউল ইসলাম: রিজেন্ট পার্ক এলাকায় পার্কিং লটে পরস্পরকে একাধিকবার গুলি বর্ষন করায় তিন জন পুরুষকে আহত অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় যে, তাদেরকে মংগবার রাত ১১:৪৩ মিনিটে রিজেন্ট পার্ক বুলেভার্ড এবং ডানডাস স্ট্রিট ইষ্টের কাছে ওক স্ট্রিট পার্কিং লট থেকে গুলিরবর্ষনের জন্য রিপোর্ট করা হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সেখানে অসংখ্য বুলেটের চিহ্নসহ একটি হোন্ডা একর্ড কার খুজে পায়। অনুসন্ধানে তারা ঘটনাস্থলে তিনজন পুরুষকে দেখতে পায়, তাদের মধ্যে দুজন মারাত্নক ভাবে আহত এবং ৬০ বৎসর বয়স্ক একজনকে আশংকাজনক অবস্থায় পাওয়া যায়। তাদের সবাইকে দ্রুত হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়।
পুলিশ K9 টিম এবং একাধিক ইউনিট সেখানে ব্যাপক অনুসন্ধান চালিয়ে সন্দেহজনক কিছু খুজে পায় নি। পুলিশ ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। তারা একজন সন্দেহভাজন পুরুষকে খুজছে যে একটি ছাই রংগের ২০১৪ সালের টয়োটা র্যাব ৪ চালাচ্ছে বলে উল্লেখ করা হয়। কেউ এই বিষয়ে কোন তথ্য পেয়ে থাকলে ৪১৬-৮০৮-৫১০০ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।