শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদের চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেও তাদের নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই কিলিয়ান এমবাপ্পের। আগামী ব্যালন ডি’অরের জন্য মনোনীত ৩০ জনের তালিকায় ৬ জনই স্প্যানিশ জায়ান্টদের। এই আধিপত্যের কারণে পিএসজির স্ট্রাইকার এই ক্লাবটিকে ব্যালন ডি’অর মেশিন আখ্যা দিলেন।
ইউরোপ ও স্পেনের চ্যাম্পিয়ন বানিয়ে ব্যালন ডি’অরের লড়াইয়ে যোগ দিয়েছেন মাদ্রিদ ক্লাবের করিম বেনজেমা, থিবো কোর্তোয়া, ভিনিসিউস জুনিয়র, লুকা মডরিচ, কাসেমিরো ও আন্তোনিও রুডিগার। এই তালিকায় ক্লাবটির খেলোয়াড়দের দাপট দেখে উচ্ছ্বসিত এমবাপ্পে, তিনি নিজেও এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের সঙ্গে।
ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড রিয়ালকে ফিরিয়ে দেওয়ার আগে তাদের ব্যালন ডি’অরের অতীত সাফল্য বিবেচনা করেছিলেন বলে ফ্রান্স ফুটবল-কে জানালেন, ‘আমার ভবিষ্যৎ নির্ধারণে আমি ব্যালন ডি’অর নিয়ে ভাবি কি না? হ্যাঁ, অবশ্যই। রিয়াল মাদ্রিদ ব্যালন ডি’অরের মেশিন, এটাকে স্বীকার করতেই হবে। কিন্তু ক্লাবগুলো তো এসব পুরস্কার আপনাকে দেবে না।’
২০০৫ সালের পর প্রথমবার ব্যালন ডি’অরের জন্য মনোনীত হননি লিওনেল মেসি। এমবাপ্পের আরেক সতীর্থ নেইমারেরও জায়গা হয়নি। এবারের সেরা হিসেবে জাতীয় দলের সতীর্থ বেনজেমাকে এগিয়ে রাখছেন পিএসজি স্ট্রাইকার, ‘বেনজেমা ব্যালন ডি’অরের জন্য ফেভারিট কি না? অবশ্যই। তার বয়স ৩৪ বছর এবং কেবলই তার জীবনের সেরা মৌসুম পার করলো। চ্যাম্পিয়নস লিগ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা তার। আমি যদি করিম হতাম, যদি না জিততাম (ব্যালন ডি’অর) তাহলে আমি সারাজীবনের জন্য এই পুরস্কারের চিন্তা করা বাদ দিতাম।’
সেরা তিনে নিজেকেও দেখেন এমবাপ্পে, ‘আমার সেরা তিন? আমি বলবো, বেনজেমা, আমি এবং সাদিও মানে। মাটিতে আমার পা রাখা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি নিশ্চিত যে একদিন আমি ব্যালন ডি’অর জিতবো, পিএসজিতে থাকতেই।’