সর্ম্পক ডেস্ক: লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্ব ফুটবলে বর্তমান সময়ের সেরা কে? এ নিয়ে একেক জনের মতামত একেক রকম। সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহ্যাম কথা বলেছেন কে সেরা, এই প্রসঙ্গে। এবার এই নিয়ে মুখ খুললেন বেকহ্যামের জুনিয়র আরেক ইংলিশ তারকা ওয়েইন রুনি। জানিয়েছেন রোনালদোকে ভালো লাগলেও মুগ্ধতা বেশি মেসির প্রতি।
ওয়েইন রুনি ও ক্রিস্টিয়ানো রোনালদো এক সঙ্গে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। দুইজন মিলে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে রোনালদোর তারকা হয়ে ওঠা দেখেছেন নিজ চোখ। জানিয়েছেন রোনালদোর সে সময়কার গল্প, ‘শুরুতে সে কঠোর অনুশীলন করতেই থাকতো। তারপর একসময় এসে তার ফল পেতে শুরু করে। রোনালদো হয়ে ওঠে অবিশ্বাস্য গোলমেশিনে। আর বর্তমান ফুটবলে সে আর মেসি তর্ক ছাড়াই সেরা ফুটবলার।’
সেরা দুই ফুটবলারের তুলনা করতে গিয়ে রুনি যোগ করেন, ‘রোনালদোর সঙ্গে আমার বন্ধুত্ব থাকলেও আমি মেসির দিকেই আগাবো। মেসির খেলার মধ্যে আলাদা কিছু ব্যাপার আছে। ঠিক যেমনটা আছে জাভি বা শোলসের খেলায়। আমার মনে হয়, মেসি পায়ে বল পাওয়ার পর যখন গোল দিবে বলে চিন্তা করে তখন থেকে এটি মনে হয় নিজে নিজেই হয়ে যায়।’
‘রোনালদো একজন কিলার, ডি-বক্সে সে প্রতিপক্ষকে শেষ করে দেয়। কিন্তু মেসি হচ্ছে আরও বিপদজ্জনক। সে প্রতিপক্ষকে কষ্ট দিয়ে ধ্বংস করে, তারপর জিতে নেয়। আপনি মেসির খেলায় দেখবেন খুবই স্বাভাবিক ভাবে সে আপনার মন কেড়ে নিবে।’
রুনি আরো বলেন, ‘তারা দুজনই যে কোনো সময় গোল করে খেলার গতিপথ পালটে দিতে পারে। আমার মনে হয় না তাদের নামের পাশে যে পরিসংখ্যান আছে, এটি কেউ স্পর্শ করতে পারবে।’নিবে। তবে ।