রেকর্ড সংখ্যক সাংবাদিককে এই বছরে কারাগারে পাঠানো হয়েছে। মহামারি করোনাভাইরাসের সংবাদ কিংবা গণবিক্ষোভ নিয়ে প্রতিবেদন করায় এই সব সাংবাদিকদের আটক করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
সংস্থাটি জানিয়েছে, পয়লা ডিসেম্বর পর্যন্ত অন্তত ২৭৪ জন সাংবাদিক কারাগারে আটক রয়েছেন। ১৯৯০ সালে নিউ ইয়র্কভিত্তিক সংগঠনটি প্রতিষ্ঠার পর সাংবাদিক আটকের এটাই সর্বোচ্চ রেকর্ড সংখ্যা। গত বছর কারাবন্দি ছিলেন অন্তত ২৫০ জন সাংবাদিক।
বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনার কারণে অধিকাংশ সাংবাদিক গ্রেপ্তারের শিকার হয়েছেন। এদের অংধিকাংশ চীন, তুরস্ক, মিশর ও সৌদি আরব।
সিপিজে বলেছে, মহামারি করোনার মধ্যে কর্তৃত্ববাদী শাসকরা সংবাদ প্রকাশ নিয়ন্ত্রণে সাংবাদিকদের গ্রেপ্তার করেছে। অন্তত দুজন সাংবাদিক কারাগারে রোগ সংক্রমণে মারা গেছেন।
সংগঠনটি বিবৃতিতে বলেছে, ‘এটা বেদনাদায়ক ও আতঙ্কজনক যে, আমরা বৈশ্বিক মহামারির মধ্যে রেকর্ড সংখ্যক সাংবাদিককে কারারুদ্ধ হতে দেখেছি।’